Search This Blog

অবিশ্বাসই কর

বিশবাস না হয় নাই করলে-
অবিশ্বাসই কর !
তোমারই ঐ অবিশ্বাসটুকুই পুঁজি করে
শুরু হবে আমার পথ চলা-
ভালবাসার এ সীমাহীন পথে।


ভাল না হয় নাই বাসলে-
ক্ষতি কী? ঘৃণা অন্তত কর!
ঘৃণাগুলোকে সঞ্চয় করে নেব-
আমার হৃদয় সিঁন্দুকে।
কেননা, আমি নিঃস্ব হতে চাই না।


তোমার মাদকীয় অধর
আমার কপোল নাই বা ছুঁল!
তোমার কোমল হাতের স্পর্শ (এ)
আমার গাল তো রক্তিম হবে!
সেই স্মৃতি না হয় সঙ্গী হবে-
নিদ্রহিীন রাত্রিযাপনের।

ঝড়ের পাখি
(২০০৬ সালের কোন এক সময়, রাজশাহী বিশ্ববিদ্যালয়)

শরীফাকে


একটা মেয়ে সে; যাকে দেখলে কেমন করে-
প্রেমিকা নয়, প্রেম জাগায় সে অন্যেরই অন্তরে।
অদ্ভুত সে, অদ্ভুত তার অদ্ভূতময় সব।
উচ্ছলতায় উদ্যমতায় জমিয়ে দেয় ভাব।
অন্ধ সে নয়নের আলোয় নিজেকে দেখে না,
অন্যের চোখে নিজেকে দেখার লোভ সে করে না।

তারপরেও হঠাৎ করে অন্যের চোখে চোখ পড়ে,
মর্ত্যের এই পঙ্কিলতায় স্বর্গটা এসে ধরা পড়ে।
কত করে বলি- বারে বারে বলি স্বর্গটাকে কী যায় ধরা?
ঘুম থেকে উঠে- স্বপ্ন ভেঙে বুঝল তার ভুল করা।
সংগ্রামী সে, সংগ্রাম তার রক্তের মাঝে আছে মিশে-
দুঃখ- হতাশা মুহূর্তেই সে যায় দলে; দেয় পিষে।

তার মুখেরই অগ্নিবানী, তার নয়নের দৃঢ়তায়-
জীবনটাকে ধরতে বাজি; যুদ্ধে এ মন নামতে চায়।
                -ঝড়ের পাখি
                ২৭-০২-২০০৭