Search This Blog

পূজা ঊৎসব


আমার যেমন ঈদ আছে ভাই
তোমার আছে পূজা।
ধর্ম বলো, কর্ম বলো-
আমরা যে পাই মজা।
ঈদে যে খাই সেমাই- পায়েস
পূজোতে মিষ্টি -নাড়ু;
ঢাকের তালে নাচে রে মন-
নাচে ছেলে বুড়ো।
পুজো মানে সপ্তাহ জুড়ে
উৎসবেরই সাজ।
হোক না আজ বাড়াবাড়ি
কামাই দিয়ে কাজ।
নানান পূজার ভিড়ে
আমার কাছে দূর্গা-
মা তুমি বিপদ-তাড়িনি,
বলি দূর্গা- দূর্গা-দূর্গা।

খেলার ছলে প্রেম

ভুলে যেতে বলেছো- তুমি আমাকে।
কেমনে ভুলবো বল তোমাকে?
ভালোলাগা, ভালোবাসা নয় যে খেলা
প্রেম নয়........ প্রিয়, পুতুল খেলা।
খেলতে তুমি যেমন খুশি তোমার মনের খেলাতে
ভেঙে দিতে আবার যখন তখন অসম্পূর্ণ খেলাতে,
কিন্তু তুমি কাওকে নিয়ে খেলতে পারোনা ছেলেখেলা।
ভালোবাসলে না মোরে নাইবা তুমি-
আমার জীবন নিয়ে খেল কেন- ছিনিমিনি?
রাজার দুলালী হওবা তুমি; আমি পথে ফোটা ফুল,
ছিড়তে না তুমি যদি; হতো না কভু ...ভুল।
তোমারি বুকে আজ জমে ভালোবাসার খেলা
দু:খ আমাকে নিয়ে পাতে কষ্টের মেলা।
প্রেম নয়......... প্রিয়, পুতুল খেলা ।
............................

2002

জলাঞ্জলি

থাক না কিছু জলাঞ্জলি
অঞ্জলির মাঝে।
সব কিছু যে কাব্য হবে
কে বলেছে কবে।
হোক কিছু ছড়াছড়ি-
ছড়াগুলোর ফাঁকে।
কিছু না হয় রঙের লেপন
রঙ তুলির আঁকে।
কিছু হল ভাব বিনিময়
ভালোবাসার ঝাঁকে।
কস্টগুলো ডিম পাড়ুক আজ-
লাল- নীল এ্যালবামে।
কিংবা ঝরুক অভিমান সব
বৃষ্টি গুলোর নাকে।
আমি না হয় উড়েই যাবো-
মৃদু এক ফুঁৎকারে।
তোমরা যারা টিপ টপ টপ
গোছানো ক্যনভাসে।
কিংবা বেশ দাপুটে
নিজস্ব আত্মবিশ্বাসে।
আমি তখন দোদুল্যমান
আত্ম অবিশ্বাসে।

নীরবতা

নীরবতাও একধরনের শব্দ।
তুমি একবার শুনে তো দেখো।
তোমাকে ছুঁয়েই সে আন্দোলিত হবে
কোন একদিন বাড়ীতে তাকে ডাকো
সে কথা বলার জন্য হয়ে আছে উন্মুখ ।
তাকে কিছু কথা বলতে দাও।
নীরবতা তোমার... আমার ...
নীরবতা জড়িয়ে আছে-
নীরবতায়...
তুমি কি কখনো বেড়িয়েছো সেই গলি?
বহু আগেই সেখানে হারিয়েছে পৃথিবী-
আমার সময়গুলো কিন্তু সেখানেই থমকে আছে।
তোমাকে বলতে চাই আমার সাথে কি কি হয়েছে।
নিরবতা যেন এক ধাঁধা-
তুমি মিলিয়ে তো দেখো-
নীরবতা এক সুরের মূর্ছনা-
আসো এক সাথে গুনগুনাই...
সে কথা বলার জন্য উন্মুখ হয়ে আছে।
তাকে কিছু কথা বলতে দাও।
নীরবতা তোমার... আমার ...
নীরবতা জড়িয়ে আছে-
নীরবতায়...
নদীর পানিও এখানে নিরবে বয়ে যায়-
মায়াবী জ্যোৎস্নায়ও রয়েছে লাখো নীরবতা।
বৃষ্টির ফোটারও থাকে কি কণ্ঠ?
ব্যথিত হৃদয়েও ওঠে নীরবতার ধোঁয়া।
নীরবতা এক বিশাল আকাশ -
তুমি উড়তে তো আসো সেখানে-
নীরবতা এক উপলব্ধি-
তুমি কি করতে পারো তাকে অনুভব?
সে কথা বলার জন্য উন্মুখ হয়ে আছে।
তাকে কিছু কথা বলতে দাও।
নীরবতা তোমার... আমার ...
নীরবতা জড়িয়ে আছে-
নীরবতায়...
...........................
গানটা অবশ্যই সুন্দর। কিন্তু এর কথা আমার কাছে যেন এক মোহ! এতো সুন্দর ভাবে মানুষ ক্যম্নে লিখতে পারে? যদি এর ভাবানুবাদ
একধরণের দুঃসাহস! তবু মনের শান্তনা। Rashmi Singh মুল গানটির গীতিকার।

ইস্যু

আমাদের কেবল ইস্যু চাই।
ইস্যু দেখে মোর হিসু পায়!
বন্যা হোক বা রোহিঙ্গা-
আমরা বাজাই শিঙ্গা!
ফেসবুক কি বাইরে?
ইস্যু মোদের চাইরে।
ইস্যু ছাড়া বাঁচিনা-
অন্য কিছু যাচিনা।
কাল যে ছিল নীলতিমি
আজকে সেটা ফুটবল!
আগামীকাল কি যে ইস্যু
ভাবাচ্ছে- নিত্য সময়কাল।

দিন গুজরান

দিন শেষে -
সব পাখি ঘরে ফেরে- ছোট হোক নীড়।
মোর গায়ে লেগে আছে ঘামের আবির।
ক্লান্ত -শ্রান্ত হয়ে-
প্রতীক্ষায় প্রহর গুনে- দিন গুজরান।
আমি শুধু বসে ভাবি; কবে হবে অবসান?

প্রিয়ম -২

আমার সোনা যাদু মনি-
ভবের হাটে স্বপ্নগুলো 
করবে বেচাকিনি।

সৌন্দর্য

মানুষের ভাবনা, চিন্তা, স্বপ্ন......
বড্ড বেশি সাজানো গোছানো...।
কিন্তু জীবন, বাস্তবতা বেশ খানিকটা অগোছালো...
কিংবা এটাই বুঝি জীবনের সৌন্দর্য

Think Out of BOX

সফলতার পথ গুলো সংকীর্ণ করে
বলছো- Think Out of BOX.
সব কিছু বাঁধা যখন নিয়মে-
কিসের তফাৎ LION কিবা FOX?

মাতাল

পান করার পর আমাকে মাতাল বলো না
কেননা, পান করাও তো একটি উপাসনা।
ও মাতাল, কেমন মাতাল? যে নেশায় বুঁদ হয় না।
ও মাতাল, কেমন মাতাল? মদ খেয়ে যে তওবা করে।
ও মাতাল, কেমন মাতাল? জীবনে যার দুঃখ নেই।
ও মাতাল, কেমন মাতাল? যার পাশে আমি নেই।
প্রেমের গলিতে তুমি যেও না- প্রেমে যে বড় বদনাম।
প্রেম যে আমার দেবতা হায়- প্রেমিক যে মোর নাম।
প্রেমের প্রতিটি পদে পদে মৃত্যু যে খুব স্বাভাবিক।
প্রেমে জীবন দেয়াই তো প্রেমিকের কাজ।

সঞ্চয়

তোমার চোখের অশ্রুগুলো 
তৃষ্ণার্তের শেষ সঞ্চয়-
ঝরাও কেন? আমি হবো নিঃস্ব।
পানি বিনে কি শেষ হবে আমার বিশ্ব।

প্রিয়ম -১

দুষ্ট সে যে মিষ্টি করে 
ডাকে আমায় নিশিদিন!
সময় গুলো শূন্য শূন্য লাগে 
আমার- তুই বিহীন। 

কাম

আমার-
এক চোখে প্রেম, 
অন্য চোখে কাম!
তোমার প্রতি বুক ভরা
নির্লিপ্ত ক্ষোভ!

শিরোনাম হীন

গানের পাখি গান ভুলে আজ
প্রাণ খুলে পান খায়।
ব্যস্ততার ইঁদুর দৌড়ে- বিধ্বস্ত
আমার খালি হিসি পায়।
মনে নেই কিছু কিংবা থাকে না মনে
ভুলে যাই ইচ্ছে করে ভুলোমন কোন খানে
পড়ে আছে, শুয়ে আছে নাম, লেশ হীন
ধুসর খামে বন্দী হয়ে ক্লান্ত - মুক্তি হীন।
কাব্য বৃথা, কাঁথা নেই যেথা অথবা রুটি।
ঘুমহীন, সুখহীন- দিনযাপন থেকে চাই ছুটি।
মুখ খুলে বুক খুলে হাসতে চাই- ভুলে ভ্রুকুটি।
হোক না, থাক না আমার হাজারো স্বেচ্ছা ত্রুটি।
মরে যাক, ফের ফিরে পাক প্রাণ-
মরা গাঙে জল এসে হোক বহমান।
আগুন আর পানিতে মিলে মিশে
জ্বলে উঠুক, পুড়ে যাক সব শেষে।

ভালোবাসা জলাঞ্জলি

নেই কোন দাবি- দাওয়া তোমাদের কাছে-
ভালোবাসা জলাঞ্জলি পুতুলের সাথে
কিংবা ব্যর্থতা আমার বাঁধতে পারিনি
প্রত্যাশা আর প্রাপ্তির ঠুনকো সুতোয়।
সব কি ফাঁকা বুলি শুনি রোজ চারপাশে-
আমি শুধু কেঁদে মরি- কেউ আজ নেই পাশে।
আমি চাই ভালোবাসা- মোরেও কেউ বাসো ভালো
আমি না হয় খারাপ কেউ- কবরে জ্বালিও আলো।
সব কিছু চাইবে তুমি কিছু দেবে না-
তাও কি হয় কভু? এমনটা ভেবো না।
আমিও হারাতে পারি- নিজেরই মাঝে-
ভয় কি, মুখ বুজে আর লাজে।

ইটিস পিটিস প্রেম

তোমায় নিয়ে একটুখানি ইটিস পিটিস প্রেম।
তোমায় অনাহূত মনের কোনে হঠাৎ প্রবেশ।
তোমার সাথে ইনিয়ে বিনিয়ে আদায় করা সুখ
তোমায় নিয়ে ঘুমিয়ে থাকার আলস্য অসুখ।
তুমি ছাড়া অন্ধ আমি, ল্যাংড়া, লুলা বোবা-
এটা সেটা কাজ করিয়ে- নিজেকে রাজা ভাবা।
তোমার হাতের একটু পায়েস- কি যে মজা - অমৃত।
তুমি ছাড়া- ভেবো না বেশি; বেঁচে থেকেও মৃত।
তোমায় নিয়ে এক সাগর পারি দেয়ার স্বপ্ন।
নিত্যদিনের খুনসুটিতে- কতকিছুই ভগ্ন।
আমার কাছে চাহিদা তোমার হাজারো-
হবে না পূরণ আমি জানি - তুমিও জানো।
কি আর করা জড়িয়েছ যখন- জড়িয়েই থাকো-
একটি ব্যর্থ হলেই- নতুন আরেকটি আঁকো।

বাঁচবে বলো ক্যামনে?

আমার চিন্তাগুলো তোমায় দেবো
বাঁচবে বলো ক্যামনে?
খাবার, পানি সবই দেবো
রাখবো অনেক যতনে-
বাঁচবে বলো ক্যামনে?
ভাবনা গুলো দেবো তোমায়-
আর কি চাও? শরাব, শূরা, ললনা।
সেটাও হবে, আরো কিছু? বলনা।
আলো, বাতাস সবই পাবে-
চিন্তাগুলো কুরে খাবে-
বলি রেখা বদনে-
বাঁচবে বলো ক্যামনে?