Search This Blog

সৌন্দর্য

মানুষের ভাবনা, চিন্তা, স্বপ্ন......
বড্ড বেশি সাজানো গোছানো...।
কিন্তু জীবন, বাস্তবতা বেশ খানিকটা অগোছালো...
কিংবা এটাই বুঝি জীবনের সৌন্দর্য

Think Out of BOX

সফলতার পথ গুলো সংকীর্ণ করে
বলছো- Think Out of BOX.
সব কিছু বাঁধা যখন নিয়মে-
কিসের তফাৎ LION কিবা FOX?

মাতাল

পান করার পর আমাকে মাতাল বলো না
কেননা, পান করাও তো একটি উপাসনা।
ও মাতাল, কেমন মাতাল? যে নেশায় বুঁদ হয় না।
ও মাতাল, কেমন মাতাল? মদ খেয়ে যে তওবা করে।
ও মাতাল, কেমন মাতাল? জীবনে যার দুঃখ নেই।
ও মাতাল, কেমন মাতাল? যার পাশে আমি নেই।
প্রেমের গলিতে তুমি যেও না- প্রেমে যে বড় বদনাম।
প্রেম যে আমার দেবতা হায়- প্রেমিক যে মোর নাম।
প্রেমের প্রতিটি পদে পদে মৃত্যু যে খুব স্বাভাবিক।
প্রেমে জীবন দেয়াই তো প্রেমিকের কাজ।

সঞ্চয়

তোমার চোখের অশ্রুগুলো 
তৃষ্ণার্তের শেষ সঞ্চয়-
ঝরাও কেন? আমি হবো নিঃস্ব।
পানি বিনে কি শেষ হবে আমার বিশ্ব।

প্রিয়ম -১

দুষ্ট সে যে মিষ্টি করে 
ডাকে আমায় নিশিদিন!
সময় গুলো শূন্য শূন্য লাগে 
আমার- তুই বিহীন। 

কাম

আমার-
এক চোখে প্রেম, 
অন্য চোখে কাম!
তোমার প্রতি বুক ভরা
নির্লিপ্ত ক্ষোভ!

শিরোনাম হীন

গানের পাখি গান ভুলে আজ
প্রাণ খুলে পান খায়।
ব্যস্ততার ইঁদুর দৌড়ে- বিধ্বস্ত
আমার খালি হিসি পায়।
মনে নেই কিছু কিংবা থাকে না মনে
ভুলে যাই ইচ্ছে করে ভুলোমন কোন খানে
পড়ে আছে, শুয়ে আছে নাম, লেশ হীন
ধুসর খামে বন্দী হয়ে ক্লান্ত - মুক্তি হীন।
কাব্য বৃথা, কাঁথা নেই যেথা অথবা রুটি।
ঘুমহীন, সুখহীন- দিনযাপন থেকে চাই ছুটি।
মুখ খুলে বুক খুলে হাসতে চাই- ভুলে ভ্রুকুটি।
হোক না, থাক না আমার হাজারো স্বেচ্ছা ত্রুটি।
মরে যাক, ফের ফিরে পাক প্রাণ-
মরা গাঙে জল এসে হোক বহমান।
আগুন আর পানিতে মিলে মিশে
জ্বলে উঠুক, পুড়ে যাক সব শেষে।