পান করার পর আমাকে মাতাল বলো না কেননা, পান করাও তো একটি উপাসনা। ও মাতাল, কেমন মাতাল? যে নেশায় বুঁদ হয় না। ও মাতাল, কেমন মাতাল? মদ খেয়ে যে তওবা করে। ও মাতাল, কেমন মাতাল? জীবনে যার দুঃখ নেই। ও মাতাল, কেমন মাতাল? যার পাশে আমি নেই।
প্রেমের গলিতে তুমি যেও না- প্রেমে যে বড় বদনাম। প্রেম যে আমার দেবতা হায়- প্রেমিক যে মোর নাম। প্রেমের প্রতিটি পদে পদে মৃত্যু যে খুব স্বাভাবিক। প্রেমে জীবন দেয়াই তো প্রেমিকের কাজ।