Search This Blog

পূজা ঊৎসব


আমার যেমন ঈদ আছে ভাই
তোমার আছে পূজা।
ধর্ম বলো, কর্ম বলো-
আমরা যে পাই মজা।
ঈদে যে খাই সেমাই- পায়েস
পূজোতে মিষ্টি -নাড়ু;
ঢাকের তালে নাচে রে মন-
নাচে ছেলে বুড়ো।
পুজো মানে সপ্তাহ জুড়ে
উৎসবেরই সাজ।
হোক না আজ বাড়াবাড়ি
কামাই দিয়ে কাজ।
নানান পূজার ভিড়ে
আমার কাছে দূর্গা-
মা তুমি বিপদ-তাড়িনি,
বলি দূর্গা- দূর্গা-দূর্গা।

খেলার ছলে প্রেম

ভুলে যেতে বলেছো- তুমি আমাকে।
কেমনে ভুলবো বল তোমাকে?
ভালোলাগা, ভালোবাসা নয় যে খেলা
প্রেম নয়........ প্রিয়, পুতুল খেলা।
খেলতে তুমি যেমন খুশি তোমার মনের খেলাতে
ভেঙে দিতে আবার যখন তখন অসম্পূর্ণ খেলাতে,
কিন্তু তুমি কাওকে নিয়ে খেলতে পারোনা ছেলেখেলা।
ভালোবাসলে না মোরে নাইবা তুমি-
আমার জীবন নিয়ে খেল কেন- ছিনিমিনি?
রাজার দুলালী হওবা তুমি; আমি পথে ফোটা ফুল,
ছিড়তে না তুমি যদি; হতো না কভু ...ভুল।
তোমারি বুকে আজ জমে ভালোবাসার খেলা
দু:খ আমাকে নিয়ে পাতে কষ্টের মেলা।
প্রেম নয়......... প্রিয়, পুতুল খেলা ।
............................

2002

জলাঞ্জলি

থাক না কিছু জলাঞ্জলি
অঞ্জলির মাঝে।
সব কিছু যে কাব্য হবে
কে বলেছে কবে।
হোক কিছু ছড়াছড়ি-
ছড়াগুলোর ফাঁকে।
কিছু না হয় রঙের লেপন
রঙ তুলির আঁকে।
কিছু হল ভাব বিনিময়
ভালোবাসার ঝাঁকে।
কস্টগুলো ডিম পাড়ুক আজ-
লাল- নীল এ্যালবামে।
কিংবা ঝরুক অভিমান সব
বৃষ্টি গুলোর নাকে।
আমি না হয় উড়েই যাবো-
মৃদু এক ফুঁৎকারে।
তোমরা যারা টিপ টপ টপ
গোছানো ক্যনভাসে।
কিংবা বেশ দাপুটে
নিজস্ব আত্মবিশ্বাসে।
আমি তখন দোদুল্যমান
আত্ম অবিশ্বাসে।

নীরবতা

নীরবতাও একধরনের শব্দ।
তুমি একবার শুনে তো দেখো।
তোমাকে ছুঁয়েই সে আন্দোলিত হবে
কোন একদিন বাড়ীতে তাকে ডাকো
সে কথা বলার জন্য হয়ে আছে উন্মুখ ।
তাকে কিছু কথা বলতে দাও।
নীরবতা তোমার... আমার ...
নীরবতা জড়িয়ে আছে-
নীরবতায়...
তুমি কি কখনো বেড়িয়েছো সেই গলি?
বহু আগেই সেখানে হারিয়েছে পৃথিবী-
আমার সময়গুলো কিন্তু সেখানেই থমকে আছে।
তোমাকে বলতে চাই আমার সাথে কি কি হয়েছে।
নিরবতা যেন এক ধাঁধা-
তুমি মিলিয়ে তো দেখো-
নীরবতা এক সুরের মূর্ছনা-
আসো এক সাথে গুনগুনাই...
সে কথা বলার জন্য উন্মুখ হয়ে আছে।
তাকে কিছু কথা বলতে দাও।
নীরবতা তোমার... আমার ...
নীরবতা জড়িয়ে আছে-
নীরবতায়...
নদীর পানিও এখানে নিরবে বয়ে যায়-
মায়াবী জ্যোৎস্নায়ও রয়েছে লাখো নীরবতা।
বৃষ্টির ফোটারও থাকে কি কণ্ঠ?
ব্যথিত হৃদয়েও ওঠে নীরবতার ধোঁয়া।
নীরবতা এক বিশাল আকাশ -
তুমি উড়তে তো আসো সেখানে-
নীরবতা এক উপলব্ধি-
তুমি কি করতে পারো তাকে অনুভব?
সে কথা বলার জন্য উন্মুখ হয়ে আছে।
তাকে কিছু কথা বলতে দাও।
নীরবতা তোমার... আমার ...
নীরবতা জড়িয়ে আছে-
নীরবতায়...
...........................
গানটা অবশ্যই সুন্দর। কিন্তু এর কথা আমার কাছে যেন এক মোহ! এতো সুন্দর ভাবে মানুষ ক্যম্নে লিখতে পারে? যদি এর ভাবানুবাদ
একধরণের দুঃসাহস! তবু মনের শান্তনা। Rashmi Singh মুল গানটির গীতিকার।

ইস্যু

আমাদের কেবল ইস্যু চাই।
ইস্যু দেখে মোর হিসু পায়!
বন্যা হোক বা রোহিঙ্গা-
আমরা বাজাই শিঙ্গা!
ফেসবুক কি বাইরে?
ইস্যু মোদের চাইরে।
ইস্যু ছাড়া বাঁচিনা-
অন্য কিছু যাচিনা।
কাল যে ছিল নীলতিমি
আজকে সেটা ফুটবল!
আগামীকাল কি যে ইস্যু
ভাবাচ্ছে- নিত্য সময়কাল।

দিন গুজরান

দিন শেষে -
সব পাখি ঘরে ফেরে- ছোট হোক নীড়।
মোর গায়ে লেগে আছে ঘামের আবির।
ক্লান্ত -শ্রান্ত হয়ে-
প্রতীক্ষায় প্রহর গুনে- দিন গুজরান।
আমি শুধু বসে ভাবি; কবে হবে অবসান?

প্রিয়ম -২

আমার সোনা যাদু মনি-
ভবের হাটে স্বপ্নগুলো 
করবে বেচাকিনি।