Search This Blog

ভালবাসার জোনাকি

তোমায় আমি কি শেখাব
বলতে পারো সখি?
সখির সাথে শখ মেলে না-
তাইতো আমি দুখি।
তুমি শুধু দেখো নাকো; আমি দেখি
কিংবা দেখে পাখি -
মনটা আমার কেঁদে মরে
তবু শুস্ক থাকে আখি।
কিংবা জানে জোছনা আর
মিট-মিটানো জোনাকি-
ভালবাসা তবে কি হায়!
নাক - কানের সোনাকি?

No comments:

Post a Comment