Search This Blog

স্রোতের বিপরীতে

মাঝে মাঝে ভাবি স্রোতের বিপরীতে হেঁটে কি লাভ? কিংবা হাঁটা আদোও উচিত কি? সবাই যখন ছুটছে স্রোতের অনুকুলে। বৃথায় সময় এবং শ্রম ক্ষয় করছি।
কিংবা যে পাত্রে ভালবাসা কিংবা কোন কিছু দেবো সেই পাত্রেরও তো ধারণ ক্ষমতা থাকতে হবে। না হলে সে গুলো উপচে পড়ে যাবে। ধরা যাক, প্রতিদিন আমরা কাপের আধ কাপ চা খেতে খেতে অভ্যস্থ; হটাত করে যদি পুরো কাপ ভরে দেয়া হয়- তাহলে সত্যি বিচ্ছিরি বিদিখিচ্ছিরি লাগে।
তাই ভাবছি- সিধান্ত নিয়েছি- কৃপণ হয়ে যাবো। স্রোতের অনুকূলে হাঁটবো। নিজের সবটুকু দেবো না। পারলেও না; থাকলেও না।
তখন দেখো কেমন লাগে? কেমন লাগে? .........

No comments:

Post a Comment