Search This Blog

কেস স্টাডি- অ আ ক খ


কেন লিখবো?

 
কাকে বলে (সংজ্ঞা)?

এমন একটি অধ্যয়ন (গবেষণা/ সমীক্ষা) যা ফলাফলের পিছনের গল্পকে অতি সূক্ষভাবে বিশ্লেষণ করে, সমন্বয় করে উপস্থাপন করে। এটি বিশ্লেষনের এমন একটি মাধ্যম যার মাধ্যমে প্রকল্পের সফলতা গুলোকে তুলে ধরা সম্ভব হয়। কখনো কখনো এটির মাধ্যমে কারো কোন একটি নির্দিষ্ট চ্যালেঞ্জ বা সমস্যায় কারো দৃষ্টি আকর্ষণ করা হয়। কেস স্টাডি কোন সমস্যার বর্ণনা হতে পারে যা সমাধান করা প্রয়োজন কিংবা কোন সফলতার ঘটনাও হতে পারে যা সবার কাছে প্রচার করা দরকার। কেস স্টাডি হচ্ছে একটি গুনগত গবেষণা পদ্ধতি।




কোন বিষয়ের কেস স্টাডি লিখবো?
·        কোন বিশেষ একটি ঘটনা বর্নণা করার জন্য উপযুক্ত (perfect) এবং প্রতিনিধিত্ব মূলক (representative);
·        নির্দিষ্ট বিষয়ে আগ্রহ সৃষ্টির পর্যাপ্ত উপাদান রয়েছে;
·        খুব অল্প সময়ে পাঠককে আকৃষ্ট করতে পারবে এমন বিষয়;
·        কোন একটি ঘটনা বা বিষয়ের সহজ, সাবলীল এবং কার্যকরী চিত্র (প্রতিকৃতি) তুলে ধরতে পারবে;

যখন কেস স্টাডি অত্যাবশ্যকীয়
·        যখন একটি অনন্য (unique) এবং আগ্রহোদ্দীপক (Interestingগল্প বলার দরকার পড়ে;
·        যখন একটি গল্প কাংখিত ফলাফলের কাছাকাছি পৌঁছাতে বা প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে;
·        যখন এটি কোন প্রোগ্রাম কি ঘটেছে, কেন ঘটেছে এই সমস্ত বিষয়ের থেকে আরও অনেক বেশি কিছু (সম্পূর্ণ গল্প) বর্ণনা করতে পারবে;

কেস স্টাডি লেখার ধাপ সমূহ
ক্রম
কাজ
মন্তব্য
1.       
কোন ব্যক্তি, দল বা বিষয় নির্বাচন করুন যার উপর আপনি কেসস্টাডি লিখতে চান। সাধারণত আপনি তখনই একটি কেসস্টাডি লিখতে চাইবেন, যখন আপনি একটি কেসস্টাডির মূল বিষয়বস্তু ইতোমধ্যে চিহ্নিত করেছেন।

এ ক্ষেত্রে আপনার কর্মএলাকার বিভিন্ন কার্যক্রম, প্রতিবেদন এবং ফলাফল এর উপর ভিত্তি করে কেস স্টাডির বিষয় নির্বাচন করুন।
2.      
কেস সম্পর্কিত গবেষণা ও তথ্য সংগ্রহ করতে শুরু করুন। প্রশ্ন বা আলোচনার বিষয়বস্তু তৈরি করুন। এর যথার্থতা যাচাই করুন এবং সে অনুযায়ী কাজ শুরু করুন।

অন্যান্যদের সহায়তায় একটি চেকলিস্ট তৈরি করুন। তার সহযোগিতা নিন। অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করুন। যে বিষয়ে তথ্য সংগ্রহ
3.      
যখন প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ শেষ হবে তখন সকল তথ্য সংকলন করুন এবং কেসস্টাডি লেখা শুরু করুন।

ভেবে দেখুন এ কাজের জন্য আপনার দলের সেরা সহকর্মী কে হতে পারে?
4.       
 আপনার কেসের একটি আকর্ষণীয় শিরোনাম দিন
ঘটনার পটভূমি লিখুন
কেসের মূল অংশে বিষয়টির অনন্যতা বা পরিবর্তনের তথ্য সন্নিবেশিত করুন এবং ঘটনার সত্যতা ফুটিয়ে তুলুন
কেসের উপসংহার লিখুন
আপনার লেখার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক ও উর্দ্ধতন ব্যবস্থাপকের সাথে আলোচনা করুন। আপনার বিষয়টি নিয়ে অনেকের সাথে আলোচনা করার প্রয়োজন আছে।
5.      
প্রথম খসড়া শেষ হয়ে যাওয়ার পরে এটি বার বার পড়–ন এবং সংগৃহিত তথ্যের গ্রহনযোগ্যতা (বৈধতা যাচাই করুন)। খসড়াটি পঠকের সহজে বোঝার জন্য প্রয়োজনে আবার লিখুন। যদি সম্ভব হয় সহকর্মীদের পড়তে দিন এবং তাদের মতামত গ্রহন করুন।
কেস স্টাডি এমন হতে হবে যেন এর মধ্য দিয়ে সমস্যাগুলো ফুটে উঠে অথবা পরিবর্তন বোঝা।


কিভাবে লিখবো?
ষড় 'ক' অনুসরণ করা। যথা- ১. কী? ২.কে? ৩.কোথায়? ৪. কখন? ৫. কেন? বিশেষ গুরুত্ব দিন- কীভাবে?




যে বিষয়গুলো পরিহার করতে হবে?
·        আমি, তুমি, আমরা, তোমরা শব্দ না লিখে সে বা তিনি দিয়ে লিখুন;
·        নিজস্ব কোন মন্তব্য বা পরামর্শ লেখা যাবে না;
·        কোন বিশেষণ  (যেমন- খুব ভাল, আকর্ষনীয়, গরীব, ধনী, অসহায় প্রভৃতি) শব্দ লেখা যাবে না;

সংকলনে- বাহাউদ্দীন বাহার


No comments:

Post a Comment