Search This Blog

ইচ্ছাময়ী

তোমার যেটা ইচ্ছা, হে ইচ্ছাময়ী!
তোমার সবকিছুই ঠিক।
আমার বেলায় বে-ঠিক,
আমি চাইলাম পিপাসার জল;
তুমি করে দিলে আখি টলমল।
মরেছি যেদিন দেখেছি তোমায় -
বেঁচে আছি অক্সিজেনে
আর কি মারবে তুমি!
ভালবাসা অভিশাপে!
`চুপ চুপ চুপ
বকা দেবো খুব’
তোমার ঐ বকাতে
আমি আছি খুশিতে
আমার এই ভাল থাকা তোমার ঐ হাতেতে
তুমি যদি ভাল থাকো যেন পাই সাথেতে।


ঝড়ের পাখি
৩০-১২-১৪

ভৃত্য

আগুন জ্বলা ফাগুন চোখে দেখবো তোমায় নিত্য
তোমার বাড়ির ফুল বাগানে হতে পারি ভৃত্য।
অবকাশে থাকবো পাশে শীতের খোলা আকাশে;
আমায় তুমি খুঁজে পাবে আদর মাখা বাতাসে।

নিত্য সেথা ফুল ফুটাবো
রঙ বে-রঙের ফুল;
নাই বা পেলাম তোমায়-
সখি আমার ফুল
অবকাশে থাকবো পাশে
শীতের খোলা আকাশে;
আমায় তুমি খুঁজে পাবে
আদর মাখা বাতাসে।


ঝড়ের পাখি
০১-০১-১৫

পোড়া চোখ

চোখ পুড়িয়েছি অনেক আগেই রুপের আগুনে
জ্বলছে আগুন- নিভাতে চাই এই ফাগুনে।

ঝড়ের পাখি
০১-০১-১৫

তুমি নেই ভাবতে

তুমি নেই ভাবতে-
অশ্রু নদীর বাঁধ ভাঙে;
তুমি নেই ভাবতে-
রাত জাগা পাখি হঠাৎকরে ডাকে।
তুমি নেই ভাবতে -
ধোয়াটে আকাশটা হঠাৎ করে রাঙে নীলে,
তুমি নেই ভাবতে-
সাগরের গর্জন থেকে থেকে ওঠে দীলে।
তুমি নেই ভাবতে-
কষ্টে ঝরণা অঝর ধারে ঝরে।
তুমি নেই ভাবতে-
আমার এই অন্তর কেঁদে কেঁদে শুধু মরে।

তুমি নেই তাই-
হাহাকার শুধু ওঠে দখিনা বাতাসে।
তুমি নেই তাই-
আজ নেই চাঁদ আকাশে।
তুমি নেই তাই-
বাগানের সব ফুল ঝরছে অনাদরে,
তুমি নেই তাই-
সুখের পাখিটা চলে গেছে খাঁচা ছেড়ে।
তুমি নেই তাই-
মরুভূমি মরীচিকা ধূ-ধূ প্রান্তর,
উষ্ণ হৃদয়ে সাদাটে বালি।
তুমি নেই তাই-
লেখার খাতা, বইয়ের পাতা
ঝাপসা ছিটানো কালি।
তুমি নেই তাই-
সাজানো বাসর- পাষাণ পাথর,
কষ্ট ঝরে হয়ে কান্না।
তুমি নেই তাই-
কঙ্কর হয়ে গেছে
হীরা, চুনি, পান্না।

ঝড়ের পাখি
২২-০৭-০৩

তুমি

তুমি ঠিক শীতের সকালের মিষ্টি রোদ
বেশী সময় যায়না সওয়া- পুড়িয়ে দাও
সরে আসলে মনে পোড়ে, আবার টেনে নাও।

ঝড়ের পাখি
০২-০১-১৫

ভালবাসা মানে

ভালবাসা মানে তোমার আশায় বসে থাকা,
লাভ নেই জেনোও লাভেবল হওয়া-
বৃথা তোমায় ভেবে রোমাঞ্চিত হওয়া।
ভালবাসা মানে ভালবেসে যাওয়া
না পাঠানো চিঠি, না শোনানো গান;
জমিয়ে রাখা কথার ঝুড়ি।
একলা সাজানো প্ল্যান।

ভালবাসা মানে নিজেকে গল্পের নায়ক ভাবা
ভালবাসা মানে কবি হয়ে ওঠা
ভালবাসা মানে নিজেকেই ভালবাসা।

ঝড়ের পাখি
০২-০১-১৫

শুভ সকাল

ঘুম ভেঙে তোমাকে পাবার আশায় মুখ বইয়ে খোঁজাখুঁজি,
আলতো আলোয় তোমার নরম বুকে স্বপনে মুখ গুজি।
তুমি নেই তবু তোমাকে নিয়ে ন্যাকামি,
আগের মতোই আজও এই একামি।
তোমাকে নিয়ে আমার সেকাল, একাল, আকাল
ভাল থেকো, ভালবাসি- শুভ সকাল।

ঝড়ের পাখি
০৩-০১-১৫