Search This Blog

মেকিং

নোংরা যখন ভাল জিনিস;
মিছে কেন মুক্তা খুঁজিস?
গায়ে নোংরা মেখে নে।
মেকি যখন সব কিছুই-
আসলি খুঁজে পাবি না তুই।
মেকিং করে নে।


তেল যখন মারছে সবাই
চাপা ই যখন সাফল্য ভাই-
জলদি শিখে নে।
ইমোশনাল, ঘাড় ব্যাকা,
নন প্রোফেশনাল- খাবি বকা।
মনে না নিস- তবু মেনে নে।

ঝড়ের পাখি
১৪/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

কোপিং

ঘুরছি আমি, ঘুরছো তুমি, ঘুরছে সাথে লাটিমটাও;
ঘুরছে মাউস হচ্ছে লোডিং ঘুরছে সাথে জীবনটাও।
আজকে আমি ভাল অতি- কালকে খারাপ তোমার কাছে-
বলছি আমি বদলাই নি; বদলাও নি তুমিও- তবু সম্পর্কটা তো ঘুরছে।
ঘুরছে ঘুরুক- কার তাতে কি? তার তো বগল বাজছে-
দূরে দেখে দাও তালি দাও- সম্পর্ক তবু ঘুরছে,
ঘুরতে ঘুরতে ১৮০º তে ঠিক সে পৌঁছাবে;
৩৬০º পৌঁছালে তা মোহনাতে মিলবে।
ঘুরছে ঘুরুক ঘুরছে যা যা, হচ্ছে হউক হচ্ছে যা তা;
(বাহার) তোর তাতে কি; হচ্ছে কেন মাথা ব্যাথা?
পারবি না তুই ঘোরা থামা, পারবি না তুই একলা একা।
তার চেয়ে তুই তেল কিনে- দে গোঁফে তা,
নাক ডুবিয়ে চোখ বুজিয়ে- বেসুরো গান গা।

ঝড়ের পাখি
১৪/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

স্বপনে

তোমার চোখে আমার এ চোখ রাখতে আমি চাই,
তোমার চোখে আমার স্বপন দেখতে মনে চায়।
তোমার স্বপ্নে একলা আমি হবো কুশীলব,
ভাল নই- আমার আছে দুষ্ট মতলব।
দুষ্ট মিষ্টি কথার খাজে
মাখবে আদর চুলের ভাঁজে।
লজ্জা কিসের ভালবাসায়?
মাতাল হবো প্রেমের নেশায়।
তুমি মিছে ভাবছো সখি-
আমরা ঠিকই হবো সুখি।
শঙ্কা ও ভয় দেখছি কেন তোমার নয়নে?
বাস্তবে নয়; এসব কিছু হবে স্বপনে।

ঝড়ের পাখি
১৪/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

সফল মানুষ

হাটের মানুষ, মাঠের মানুষ,
গাঁয়ের মানুষ যারা-
তারাই মোদের সোনার মানুষ,
সফল মানুষ তারা।
ধন্য তারা, গণ্য তারা,
তারাই দেশের প্রাণ।
তাদের লাগি বিশ্ববুকে
বাড়ল দেশের মান।
কঠিন মাটি চাষ করে যারা
ফলায় সোনার ধান,
তাদের জন্য আছি বেঁচে
গাইবো তাদের গান।

ঝড়ের পাখি
১২-০৩-০১

আক্ষেপ

একটা বই পড়তে চাই
নিটোল প্রেমের গল্প
দুঃখ ভরা অশ্রু তে ভেজা
রোমান্সে মচমচা।
ক্লাইম্যাক্সের ছড়াছড়ি
হাসতে হাসতে গড়াগড়ি
খুনসুটিতে থাকবে ভরা
সম্পর্কের ভাঙ্গা-গড়া।
একটা বই পড়তে চাই
বই পড়ার সময় চাই...
বই গুলো সব গিলতে চাই
চায়ের সাথে খেতে চাই
কোল বালিশ বানিয়ে ঘুমাতে চাই।
হচ্ছে না পড়া কাগুজে বই
মেতে আছি নিয়ে মুখবই।
তবুও মিটছে না সাধ- তৃষ্ণা,
আমায় একটু পড়তে ধার দিস না।।

ঝড়ের পাখি
০৮/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

শুভেচ্ছা



উত্তাপ সে তো কবেই হারিয়ে গেছে-
রিমঝিম বরষাও গিয়েছে শুকিয়ে;
সাদা কাশফুল আর নীলাকাশ
মিইয়ে আছে কুয়াশার চাঁদর মুড়িয়ে।

নবান্ন আর পিঠা-পুলির ভিড়ে
স্মৃতি যেন মোর হয়না ধোঁয়াশা।
উষ্ণতা আর মনোহরণের ব্যস্ততায়
ব্যাঘাত ঘটাতে- জানাই শুভেচ্ছা।

ঝড়ের পাখি
০৮/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

শিরোনামহীন

তোমার জন্য আছি বেঁচে
নাইলে কবেই হারিয়ে যেতাম।
ক্ষুদ্র ক্ষুদ্র কণা হয়েই
আকাশ-বাতাসে মিলিয়ে যেতাম।।

অলসতা




অলস আমি ভীষণ অলশ
খাই না পানি নাড়িয়ে কলস!
কুনো আমি গোঁফ-খেজুরে-
কাটে দিন পি পু আর ফি শো করে।


আমারে দিয়ে হবে না কিছুই-
পড়া ছেড়েছি অনেক আগেই-
বাকি আছে লেখালেখি-
হবে না বুঝি দেখা দেখি।


তুমি বল লিখতে গদ্য-
আমি শুধু করে যাই কাব্য।
তুমি কেন এখনো রেখেছো আশা।
আমি তো হারিয়েছি ভাষা।।


ঝড়ের পাখি
০৮/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

বন্ধু

বন্ধু আমার দুচোখে আর
আগুন জ্বলে না-
মনেও নেই প্রেম।
বাস্তবতা আর ব্যস্ততায়
মেলে না সময়-
হয়ে গেছি স্থবির, অনড়।

তোমার এবং তোমাদের কথা
মনে পড়ে না এমন কথা
বললে ভুল হবে,
তবু কেন জানি
হয়ে ওঠে না/ নাকি করি না?

তবে, হৃদয়ের কোথায়
যেন মোচড় দেয়,
অপরাধ বোধে ভুগি।
ফেসবুক আর কথাযন্ত্রও
সব নয়...

তোমাদের সানিধ্য পেতে
মন কেন যেন আকুলি-বিকুলি করে।
যেখানেই থাকো,
যেভাবেই থাকো...
মনে রেখ পাশে আছি...

শুনবো তোমাদের আহবান।
তোমাদের ভালবাসা আজ
আমাকে করেছে ধন্য...
নিয়ে যাবে অনেক দূর...
আমার স্বপ্নের আকাশে...

সুখ

চাই না সুখী হতে,
দুঃখ থাক হাজার আমার;
চাই না গাড়ী, বাড়ী-
তুমি শুধু থেকো আমার।

নিমন্ত্রণ

বসন্তেও ফুল নেই গাছে
বন হয়ে গেছে ন্যাড়া;
তুমি চলে যাও শীতনদ্রিায়-
তোমার সুমধুর গুনগুনও
আজ বড় বিরক্তিকর লাগে।
যদি কক্ষণও আবার বসন্ত আসে
এই দেশে আমি যেচে নিমন্ত্রণ জানবো;
হবো মাতোয়ারা দুজনইে।

স্যাডিস্ট

ইহা কি আমার কথা?
আমি কি যে চাই নিজেই জানি না,
নিজেকে নিজের ভিতর খুজে পাই না।
হতাশ নই; ক্লান্ত কিংবা সন্তুষ্টিতেও নই তুষ্ট।
কিংবা পরিবেশ বা সঙ্গ দোষে নই দুষ্ট।

তবুও পারি না; ওঠেনা তৃপ্তির ঢেকুর।
বা হয়ে যাচ্ছি ঘর কুনো মেকুর।
কিংবা আমি নই সেই পাত্র,
ভাব নিয়ে ঘুরি যত্র তত্র।
তাই তো আমি ভাবিস্ট কিংবা স্যাডিস্ট। (অবশেষে চরণ গুলোর একটা নাম পাইলাম)

মুগ্ধতা

চাঁদ তোমার স্নিগ্ধতায়
আর মুগ্ধ হই না;
তোমার আলোতে হৃদয়
আলোকিত হয় না;

কিংবা তোমার প্রতিফলনে
মন হয় না আন্দোলিত।
কিংবা মনের অন্ধকার
দূর হয় না।

আমি বৃথা বসে থাকি
তোমার পানে চেয়ে-
আর চোখ টা বুজে আসে
ক্লান্তি কিংবা বিরক্তিতে।

চুম্বন

তোমার আবার আমি হবো,
আমার হবে তুমি।
তোমার ঠোঁটে ঠোঁট ছোয়াবো-
দেবো ও ঠোঁট চুমি।

কাম

তোমার নাকের ঘাম
জাগায় কাম-
পিঙ্ক লিপস
জাগে হিপস।

তোমাকে চাই

তোমার কথা শুনবো বলে
অধীর অপেক্ষায়...
আমার চোখে দেখবো
তোমায় অতৃপ্ত চাহনায়...

তোমার হাতে রাখবো এ হাত
মিলবো ভাবনায়...
পাড়ি দেবো এই বহু পথ
পা মিলনায়...

-ঝড়ের পাখি
০৫-০৮-১৪

নিষ্প্রাণ প্রাণী

এখন আর ভাল লাগে না চাঁদ,
টানে না প্রকৃতির কোন মাধুর্য,
কিংবা গানের সুর-
কথা, বই, কবিতা, গল্প-
আকাশে মেঘের খেলা, বৃষ্টিতে ভেজা,
কোন খাবারের প্রতি আসক্তির সুযোগ!
কিংবা নারীর প্রেম-কাম, অথবা ভালবাসা।
আমি নিষ্প্রাণ প্রাণী-
যায় দিন - ক্ষয়ে যাওয়া চাঁদের মত।

-ঝড়ের পাখি
 AA-OH-AD

বাঁচতে চাই

বেঁচে থাকার এই অর্থহীন উৎসবে
বাঁচতে চাই দ্বিধাহীন আনন্দ উল্লাসে।

হতাশা

মনে প্রেম ছিল না,  সুখ ছিল না,
ছিল কষ্ট মাখা ঢেউ।।
উছলে পড়ে চোখের বারি,
বাঁধ মানে না সেও।

কেঁদেছি যে নিযুত রাতি,
বুক ভিজেছে; নিভছে রাতি।
ভুল ভুল সব গুনেছি তারা-
সাথী ছিল না তো কেউ।।

সুখের শরাব পেয়ালায়-
চুমেছি যে নিরালায়।
সবগুলো যে তিক্ত স্বাদের
মিষ্ট মধুতেও।।

-ঝড়ের পাখি
BC.OD.OE

প্রতিদান

ভালবেসে ভালবেসে যাও...
বিনিময়ে ভালবাসা পাবে।

আজ হোক বা কাল
যাক কেটে যাক সাল,
যুগ থেকে যুগান্তরে।
ভালবাসা পাবে
তুমি একদিন
হটাৎ করে...।

-ঝড়ের পাখি
oI-ao-ad

প্রার্থনা

হাসবো না কাঁদবো
পারছি না বুঝতে!
যাচ্ছি না-
ভালবাসার মানে খুঁজতে।

মনে রেখেছো তুমি-
জেনেই পুলকিত,
নগণ্য আমি,
তাতেই তৃপ্ত।

করছি না নিবেদন
পুনরায়-
প্রার্থনা সুখে থেক
সবসময়।

-ঝড়ের পাখি
oi-ao-ad

তুলনা

দুখের গুপ্তধন তোমার যেমন আছে তেমনি আমারও-
সুখের উপহার যেমন তোমার আছে তেমনি আছে আমারও-

নিজের দুখকে গান বানিয়ে গাও
রাগ-অনুরাগ তোমার মত আছে আমারও।
তুমি আমাকে আর আমি তোমাকে কি আর বুঝাবো?
পাগল এ মন তোমার যেমন ঠিক তেমনই আমারো।

হৃদয় যন্ত্রণা তোমার যেমন আছে আমারো,
কানাকানি হয় তোমার যেমন হয় আমারো।
মুখ ফিরিয়ে নিয়ো না তুমি আমার থেকে
দিন বদল আর সময় অসময় সবারই থাকে।
দুখের গুপ্তধন তোমার যেমন আছে তেমনি আমারও-
সুখের উপহার যেমন তোমার আছে তেমনি আছে আমারও।।
-ঝড়ের পাখি
oi-ao-ad

শুভ রাত্রি-৩

আজ অনেকক্ষণ তোমার অপেক্ষায়...
কারণ কাল বিদায়ের খনিক
পরেই তোমার আগমন।
তাই অনেকক্ষণ গুনেছি স্ট্যাটাস,
দিয়েছি লাইক- তুমি আসলে না
এই হুদ হুদ রাতে,
ঝিঁঝিঁ ডাকা ফেসবুকেতে।

ভালই হল রাতের সঙ্গী
একজন কমেই গেল।
তুমি হয়ত উষ্ণতায়
আরাম ঘুমের সন্ধানে
ঘরের আরশোলা আর
মাশাদের আবারিত বিচরণ
তোমার ভাবনায় বিভোর হতে
বেশ বিঘ্ন ঘটাচ্ছে...
শুভ রাত্রি।।

-ঝড়ের পাখি
AA-AO-AD

ভালবাসা মানে

ভালবাসা মানে তোমার সাথে খুনসুটি,
ভালবাসা মানে এক হল যখন মন দুটি।
ভালবাসা মানে তোমার সাথে ঝগড়া;
ভালবাসা মানে তোমার মুখটা গোমড়া।
ভালবাসা মানে তুমি, আমি, আমরা।

ভালবাসা মানে রাত জেগে জেগে ফেসবুক,
ভালবাসা মানে হাসি-কান্না, দুখ-সুখ।
ভালবাসা মানে কবিতা, গান আর জ্যোছস্না।
তোমার কাছে যা আছে মোর পাওনা।
ভালবাসা মানে সোনা, পাখি, টিয়া, ময়না।

ভালবাসা মানে আস্থা, শ্রদ্ধা আর বিশ্বাস,
আমার প্রতি সন্দেহ, জেলাস আর অবিশ্বাস।
ভালবাসা মানে তোমার সুখে আমার দীর্ঘশ্বাস।
অসম্ভব আর অকল্পনীয়’র মাঝে জেগে থাকা আশ।
ভালবাসা মানে তোমার জন্য আমার সর্বনাশ।
-ঝড়ের পাখি
AB-AO-AD

মেলানো

আগুনে হাত
পোড়াবো বলে
আগুনে হাত দিয়েছি...

তোমায় আমায়
ভাঙবো গড়বো বলেই
পায়ে পা মিলিয়েছি।

শুভ রাত্রি-২

তোমার ফোনের অপেক্ষায় রাত্রি কাটবে কি?
নিঃসঙ্গ রাতের ট্রেনে যাত্রী হবে কি?
নাকি একাই কাটবে বিনিদ্র রজনী?
ভাবছি বসে আগে কেন কভু ডাকনি?

পাচ্ছি ভয়; যদি মিথ্যে হয়।
পুরোটাই যদি দুঃস্বপ্ন হয়।
আমার তো চাওয়ার নেই;
না পাওয়ার কোন ভয়ও নেই।
ঘুমিয়ে না হয় বসেই থাকি-
হবো সকাল বেলার পাখি।
নিভিয়ে দিলাম শহুরে বাতি-
ঘুমাও! - শুভ রাতি।

-ঝড়ের পাখি
AB-AO-AD

ব্যস্ততা

ব্যস্ততায় আমার অস্তিত্ব
হয়তো জানবে না তুমি...
তবে জেনো আছি ঠিক
তোমার কাছাকাছি।

মিলন

ইথারের বেশ ভাল অবদান
ঘুচিয়েছে দূরত্বের ব্যবধান।
আমি কোথায় আর তুমি কোথায়?
এক যুগ পর মিলন হায়!

শুভ রাত্রি

আর কতক্ষণ রাখবে অপেক্ষায়?
চোখ দুটো ঢুলু ঢুলু,
ক্লান্তিতে আলুথালু,
আর কত রাত রাখবে অপেক্ষায়?

তোমার আশায় মিট মিটায়
দু' চোখের পাতা।
এবার তবে এসো তবে
ওগো আমার সখা।

জাগরণে নাই বা এলে
আনবো তোমায় স্বপণে,
শুনবো না মানা
দেখবো মুদ্রিত নয়নে।

রাত্রি তাই প্রিয় আমার,
ইচ্ছে মতন থাকো পাশে।
তুমিই আমার চাঁদ তারা
ঘুমের আকাশে।

ঘুম তুই আয় দু'চোখ জুড়ে
সখাকে রাখবো মুড়ে,
মৃদু আলিঙ্গনে।
শুভ রাত্রি স্বপনে।

-ঝড়ের পাখি
AC-AO-AD

নেশা

আমি তোমার প্রেমে মশগুল।
তোমার লোভে লোভাতুর,
নেশায় থাকি চুর;
তুমি পানি, লাগে হানি...

হেমন্ত

চারদিকে বেশ কুয়াশা,
লাগছে ধোয়াশা।
কাশ ফুল যদি হয় শরৎ এর;
কুয়াশা কি হেমন্তের?

খোঁজ

খুজি ফিরি মাঠে ঘাটে বন্দরে
তুমি থাকো অন্তরে;
পাই না খুঁজে,
থাকি চোখ বুজে।

অতৃপ্ত ইচ্ছা

মাঝে মাঝে মনে হয় -
চা বিক্রেতা হই...
কিংবা দূর পাল্লার গাড়ির হেল্পার।
বা, একটা পিটব্যাগ নিয়ে বেড়িয়ে পড়ি-
দূর অজানায়......
কিংবা সকল যোগাযোগ বিছিন্ন হয়ে
বসে থাকি একলা একা...
চার দেয়ালের মাঝে;
শুরু করি এক বন্দি জীবন।।

মাঝে মাঝে মনে হয়-
কি মনে হয়?
কি লাভ হল?
এতো কষ্ট করে এতো দূর এসে?
তার চেয়ে ভাল ছিল-
কৃষকের ছেলে কৃষক হওয়া।
বুঝতাম না পুঁজিবাদ,
কিংবা নাগরিক টানাপড়েন,
মেকি ভালবাসা, অভিনয়...
খুব অস্থির লাগছে...
অস্থির এক অস্থিরতা বিরাজ করছে
ঘরে-বাইর, অন্তরে- মন্তরে।
ঝড়ের পাখি
AO-OH-AD

যাযাবর

আমাদের নেই বাড়ি, নেই কোন ঘর;
থাকি মোরা হেথা সেথা- তাই যাযাবর।
সাধ আছে- নেই ছাঁদ; ভূমির কাঙআল,
বউ বলে, গাড়ি-বাড়ি- করি বাওয়াল।

মরীচিকা



হৃদয় একটা অগ্নিগিরি- জ্বলছে অহর্নিশ
ফুটছে সেথা টগবগিয়ে- লাভা নামের বিষ।
চোখ দুটো যে গভীর পুকুর জলে টলমল;
হাঁসি আমার ভরা নদী বইছে কলকল।

মাথার ভিতর তোমার স্মৃতি ঝিঁঝিঁ পোকার মতন,
ডাকছে তারা, করছে তারা আমায় জ্বালাতন।

আমি শুধু একলা একা, ছিলাম আছি আজো বোকা,
আলেয়াকে আলো ভেবে হচ্ছি মরীচিকা।

জানি তুমি আছো সুখে, আমিও নেই দুখে-
তবুও কেন তোমার তৃষ্ণা আমার এ দু চোখে।
 
        -ঝড়ের পাখি
        ০৫-১১-১৪

প্রেমিক



আমার একটাও ভালবাসা নেই-
নেই রুপালী মায়াবী জোছনা।
নেই বৃষ্টি ভেজা আকাশ ছোঁয়া
বাতাসে সুরের মূর্ছনা।





নেই স্মার্ট ফোন; নই আমিও স্মার্ট;
নেই আই-পড, আই-প্যাড, বিন জেলী, ব্র্যান্ডের টি-শার্ট,

নেই ফেসবুক-টুইটার;-নই চিত-বাটপার।
বলতে পারো মফিজ, আবুল, খ্যাত যা ইচ্ছে আর-
তার পরেও মন আছে, আছে চোখ।
সেই চোখে আটকে গেল তোমার রুপ, সেই মুখ!

পারি না লিখতে; কিংবা গাইতে-
তবুও আমি প্রেমিক।
ভালবাসি তোমাকে; হ্যাঁ কিংবা না-
তোমার বিবেচনায় সঠিক।

       -ঝড়ের পাখি
        ৩০-১০-১৪