Search This Blog

অতৃপ্ত ইচ্ছা

মাঝে মাঝে মনে হয় -
চা বিক্রেতা হই...
কিংবা দূর পাল্লার গাড়ির হেল্পার।
বা, একটা পিটব্যাগ নিয়ে বেড়িয়ে পড়ি-
দূর অজানায়......
কিংবা সকল যোগাযোগ বিছিন্ন হয়ে
বসে থাকি একলা একা...
চার দেয়ালের মাঝে;
শুরু করি এক বন্দি জীবন।।

মাঝে মাঝে মনে হয়-
কি মনে হয়?
কি লাভ হল?
এতো কষ্ট করে এতো দূর এসে?
তার চেয়ে ভাল ছিল-
কৃষকের ছেলে কৃষক হওয়া।
বুঝতাম না পুঁজিবাদ,
কিংবা নাগরিক টানাপড়েন,
মেকি ভালবাসা, অভিনয়...
খুব অস্থির লাগছে...
অস্থির এক অস্থিরতা বিরাজ করছে
ঘরে-বাইর, অন্তরে- মন্তরে।
ঝড়ের পাখি
AO-OH-AD

No comments:

Post a Comment