Search This Blog

মরীচিকা



হৃদয় একটা অগ্নিগিরি- জ্বলছে অহর্নিশ
ফুটছে সেথা টগবগিয়ে- লাভা নামের বিষ।
চোখ দুটো যে গভীর পুকুর জলে টলমল;
হাঁসি আমার ভরা নদী বইছে কলকল।

মাথার ভিতর তোমার স্মৃতি ঝিঁঝিঁ পোকার মতন,
ডাকছে তারা, করছে তারা আমায় জ্বালাতন।

আমি শুধু একলা একা, ছিলাম আছি আজো বোকা,
আলেয়াকে আলো ভেবে হচ্ছি মরীচিকা।

জানি তুমি আছো সুখে, আমিও নেই দুখে-
তবুও কেন তোমার তৃষ্ণা আমার এ দু চোখে।
 
        -ঝড়ের পাখি
        ০৫-১১-১৪

No comments:

Post a Comment