Search This Blog

নিশি রুপ



জ্যোৎস্না রাতে ঝিঁঝিঁ পোকা
ডাকছে ঝোপে-ঝাড়ে।
ঐ খানেতে চুপটি মেরে
ব্যাঙ রয়েছে আড়ে।  
নিঝুম রাতে হুতোম প্যাঁচা
হুতোম হুতোম চায়;
চোখ দু’টো তার অগ্নি গোলক
দেখে ভয় পায়।
নিশি রুপ

                পূর্ণিমা রাত চাঁদের মাঝে
                কালো কালো কি?
                ওটা নাকি চাঁদ কলঙ্ক
                সত্যিও তা কি?
                অমাবশ্যার অন্ধকারে
                কেমন যেন গুমোট লাগে,
                চারিদিকে কালো আঁধার-
                হঠাৎ যেন ভয়টা জাগে।


আকাশের ঐ লক্ষ তারা
মিটি মিটি জ্বলে।
ওরা যেন চুপি চুপি
মনের কথা বলে।
রাতের মাঝে আছে যে রুপ
দেখতে সবাই পায় না।
দেখেছে যারা একবার তা’রে
ভুলতে কেউ পারে না।

        -ঝড়ের পাখি
        ১৪-০৭-০২

No comments:

Post a Comment