Search This Blog

তুমি নেই ভাবতে

তুমি নেই ভাবতে-
অশ্রু নদীর বাঁধ ভাঙে;
তুমি নেই ভাবতে-
রাত জাগা পাখি হঠাৎকরে ডাকে।
তুমি নেই ভাবতে -
ধোয়াটে আকাশটা হঠাৎ করে রাঙে নীলে,
তুমি নেই ভাবতে-
সাগরের গর্জন থেকে থেকে ওঠে দীলে।
তুমি নেই ভাবতে-
কষ্টে ঝরণা অঝর ধারে ঝরে।
তুমি নেই ভাবতে-
আমার এই অন্তর কেঁদে কেঁদে শুধু মরে।

তুমি নেই তাই-
হাহাকার শুধু ওঠে দখিনা বাতাসে।
তুমি নেই তাই-
আজ নেই চাঁদ আকাশে।
তুমি নেই তাই-
বাগানের সব ফুল ঝরছে অনাদরে,
তুমি নেই তাই-
সুখের পাখিটা চলে গেছে খাঁচা ছেড়ে।
তুমি নেই তাই-
মরুভূমি মরীচিকা ধূ-ধূ প্রান্তর,
উষ্ণ হৃদয়ে সাদাটে বালি।
তুমি নেই তাই-
লেখার খাতা, বইয়ের পাতা
ঝাপসা ছিটানো কালি।
তুমি নেই তাই-
সাজানো বাসর- পাষাণ পাথর,
কষ্ট ঝরে হয়ে কান্না।
তুমি নেই তাই-
কঙ্কর হয়ে গেছে
হীরা, চুনি, পান্না।

ঝড়ের পাখি
২২-০৭-০৩

No comments:

Post a Comment