Search This Blog

অবিশ্বাসই কর

বিশবাস না হয় নাই করলে-
অবিশ্বাসই কর !
তোমারই ঐ অবিশ্বাসটুকুই পুঁজি করে
শুরু হবে আমার পথ চলা-
ভালবাসার এ সীমাহীন পথে।


ভাল না হয় নাই বাসলে-
ক্ষতি কী? ঘৃণা অন্তত কর!
ঘৃণাগুলোকে সঞ্চয় করে নেব-
আমার হৃদয় সিঁন্দুকে।
কেননা, আমি নিঃস্ব হতে চাই না।


তোমার মাদকীয় অধর
আমার কপোল নাই বা ছুঁল!
তোমার কোমল হাতের স্পর্শ (এ)
আমার গাল তো রক্তিম হবে!
সেই স্মৃতি না হয় সঙ্গী হবে-
নিদ্রহিীন রাত্রিযাপনের।

ঝড়ের পাখি
(২০০৬ সালের কোন এক সময়, রাজশাহী বিশ্ববিদ্যালয়)

No comments:

Post a Comment