Search This Blog

ঝুম বৃষ্টি


যে ভালোবাসায় অশ্রু থাকে- 
সে কি আর ভেজে বরষায়?
যে ভালোবাসায় আগুন জ্বলে-
সে কি আর পোড়ে দাবদাহে? 
যে ভালোবাসায় মরে আলিঙ্গনে-
সে কি ভয় পায় ঠাণ্ডায়? 
যে ভালোবাসা উৎসবে ভরে থাকে
নবান্ন কি তার ছাড়ে পিছু।

সকল ঋতুই ভালোবাসার জন্য যথার্থ। কিংবা ভালোবাসা কি অপেক্ষা করে কোন ঋতুর। 
ভালোবাসার চারটি হাত আর দুটি হৃদয়ই মুখ্য। আর সবকিছুই গৌণ।

No comments:

Post a Comment