Search This Blog

আকাল

তুমিই আমার অজন্মা আকাল,
প্রতিক্ষায় কাটিয়ে দেয়া নির্ঘুম রাতের সকাল।
তপ্ত দুপুর ক্লান্ত বিকাল শেষে স্নিগ্ধ গোধুলী।
তুমি আমার খুচরো টাকা ঝনঝনানো আধুলি।
হবে না জেনেই অন্ধ জ্ঞানে হাতে বাধা মাদুলি।

No comments:

Post a Comment