Search This Blog

জ্বলছে আগুন বস্তিতে

আগুন জ্বালাই শীতের মাঝে-
আগুন জ্বালাই সস্তিতে;
পুড়ছে সবই, উড়ছে ধোয়া
জ্বলছে আগুন বস্তিতে।
জ্বলছে আগুন সান্তাল গায়
পুড়ছে যে ধান খই হয়ে-
পুড়ছে কপাল আগুন বিনে
মানবতা যায় ক্ষয়ে।
জ্বলছে আগুন গার্মেন্টসএ
পুড়ছে দেখ বাজার-মল।
জ্বলছে আগুন, পুড়ছে যে সব
যাচ্ছে পুড়ে মনোবল।

No comments:

Post a Comment