Search This Blog

যুদ্ধ

করছি যুদ্ধ নিরন্তর-
দিবা নিশি অষ্ট প্রহর।
যুদ্ধ হচ্ছে তোমার সাথে
চুপ কথায় হাতে পাতে।
কিংবা গলির রিকশাওয়ালা,
সবজি, মাছ ও বাড়িওয়ালা।

বউ শ্বাশুড়ির যুদ্ধে...
তুমি আমি মুগ্ধ।
বস কলিগের যুদ্ধ
প্রফেশনালিজমের গন্ধ।

দেশের সাথে, ধর্মে-ধর্মে
রাজনীতি আর কর্মে,
এগুলা সব পুরান খবর,
কথায়, লেখায়, লাইকে কবর।

এসো তাই যুদ্ধ করি, যুদ্ধ নয় মরণ
যুদ্ধই জীবন, যুদ্ধই সার্ব্বজনীন।

             -ঝড়ের পাখি
              AO-AO-AD

No comments:

Post a Comment