Search This Blog

জলাঞ্জলি

থাক না কিছু জলাঞ্জলি
অঞ্জলির মাঝে।
সব কিছু যে কাব্য হবে
কে বলেছে কবে।
হোক কিছু ছড়াছড়ি-
ছড়াগুলোর ফাঁকে।
কিছু না হয় রঙের লেপন
রঙ তুলির আঁকে।
কিছু হল ভাব বিনিময়
ভালোবাসার ঝাঁকে।
কস্টগুলো ডিম পাড়ুক আজ-
লাল- নীল এ্যালবামে।
কিংবা ঝরুক অভিমান সব
বৃষ্টি গুলোর নাকে।
আমি না হয় উড়েই যাবো-
মৃদু এক ফুঁৎকারে।
তোমরা যারা টিপ টপ টপ
গোছানো ক্যনভাসে।
কিংবা বেশ দাপুটে
নিজস্ব আত্মবিশ্বাসে।
আমি তখন দোদুল্যমান
আত্ম অবিশ্বাসে।

No comments:

Post a Comment