Search This Blog

খেলার ছলে প্রেম

ভুলে যেতে বলেছো- তুমি আমাকে।
কেমনে ভুলবো বল তোমাকে?
ভালোলাগা, ভালোবাসা নয় যে খেলা
প্রেম নয়........ প্রিয়, পুতুল খেলা।
খেলতে তুমি যেমন খুশি তোমার মনের খেলাতে
ভেঙে দিতে আবার যখন তখন অসম্পূর্ণ খেলাতে,
কিন্তু তুমি কাওকে নিয়ে খেলতে পারোনা ছেলেখেলা।
ভালোবাসলে না মোরে নাইবা তুমি-
আমার জীবন নিয়ে খেল কেন- ছিনিমিনি?
রাজার দুলালী হওবা তুমি; আমি পথে ফোটা ফুল,
ছিড়তে না তুমি যদি; হতো না কভু ...ভুল।
তোমারি বুকে আজ জমে ভালোবাসার খেলা
দু:খ আমাকে নিয়ে পাতে কষ্টের মেলা।
প্রেম নয়......... প্রিয়, পুতুল খেলা ।
............................

2002

No comments:

Post a Comment