Search This Blog

শিরোনাম হীন

গানের পাখি গান ভুলে আজ
প্রাণ খুলে পান খায়।
ব্যস্ততার ইঁদুর দৌড়ে- বিধ্বস্ত
আমার খালি হিসি পায়।
মনে নেই কিছু কিংবা থাকে না মনে
ভুলে যাই ইচ্ছে করে ভুলোমন কোন খানে
পড়ে আছে, শুয়ে আছে নাম, লেশ হীন
ধুসর খামে বন্দী হয়ে ক্লান্ত - মুক্তি হীন।
কাব্য বৃথা, কাঁথা নেই যেথা অথবা রুটি।
ঘুমহীন, সুখহীন- দিনযাপন থেকে চাই ছুটি।
মুখ খুলে বুক খুলে হাসতে চাই- ভুলে ভ্রুকুটি।
হোক না, থাক না আমার হাজারো স্বেচ্ছা ত্রুটি।
মরে যাক, ফের ফিরে পাক প্রাণ-
মরা গাঙে জল এসে হোক বহমান।
আগুন আর পানিতে মিলে মিশে
জ্বলে উঠুক, পুড়ে যাক সব শেষে।

No comments:

Post a Comment