Search This Blog

খেলা

হৃদয়ের দাগ- সেটুকু আমারই থাক,
সম্পর্কের মসৃণতা- তোমাকেই মানায়-
আমিতো অচ্ছুত কোন ভাগাড়ের ভাগ,
রুচবে কি আর নিয়ন জ্বলা ঝুল বারান্দায়।
ভালবাসা এক দুর্লভ পরশ পাথর,
পেলে লোভী; না পেলে কবি।
আমি তুমি এক যন্তর- মন্তর,
কাব্য যেখানে এক অভিলাষী কবি।
ভাললাগা থেকে যদি ভালবাসা হয়
চোখে চোখ, হাতে হাত মানে প্রেম।
দুটি কথা, ক'টি গান- আদিখ্যেতা হয়-
হাসি-কান্না, আবোল-তাবোল; হয় কি কখনো শেম।
তুমি আজ ঘরনি- আমি নই রাজা
প্রতিশোধ নয়- পেলে প্রকৃতির সাজা।
আমার চোখে অগ্নি আজ- তোমার চোখে জ্বালা;
পাশা খেলায় জয়ী আমি- উল্টালো পাশার পালা।


-ঝড়ের পাখি
১৯-১১-১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

No comments:

Post a Comment