Search This Blog

অপেক্ষা

তুমি আসবে কবে? বলে দিলেই পারো।
হুদা, হুদাই, কেন অপেক্ষাতে রাখো?
জানোই তো- অপেক্ষাকে ভীষণ ভয় পাই,
আস্তে আস্তে রাগতে শুরু করি।
বন্ধু তোমার হাতে ধরি, পায়ে পড়ি-
লক্ষ্মীটি আসো তাড়াতাড়ি।
রাত যে হল গভীর কালো;
নিভেছে শহরের সব আলো।
আমি শুধু তোমার প্রতীক্ষায়;
আর কতক্ষণ রইবো অপেক্ষায়?


ঝড়ের পাখি
২৯-১১-১৪
অক্ট্রয় মোড়, রাজশাহী।

No comments:

Post a Comment