Search This Blog

না বলা ভালবাসা

নয়নে বেঁধেছি, কত যে সেধেছি,
পিছে মিছে ঘুরে মরেছি।
সময় যেতো থমকে- ভাললাগার দমকে!
রুপের মায়ায় চমকে।
দৃষ্টি যায় আটকে- আমি যাই লটকে!
জানানো হল না- যাই ভড়কে।
স্মৃতির ফিল্মে- আছো তুমি দিলমে
বেঁচে নেই- কিলড মে!
এখনো হাসো- পাশাপাশি বসো,
সেজে গুজে আসো।
পাশে কেউ অন্য, আমি শুধু শূন্য,
হয়ে গেছি পণ্য।
ভাল বাসা আছে, ভালবাসা আছে!
তুমি নেই কাছে।
মুগ্ধতা হারিয়ে- হাত দুটো ছড়িয়ে
আমি আছি দাঁড়িয়ে।


ঝড়ের পাখি
২৬/১১/১৪
নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।

No comments:

Post a Comment