Search This Blog

ব্যস্ততা

তোমাকে আর ডাকবো না কক্ষনো
করবো না আর বৃথা জ্বালাতন
তোমার মন চাইলেই এসো
না হয় ইচ্ছে ডানায় ভাসো।
আমি বলবো না তোমাকে
বলবো না সে কথা-
হাজার অনুনয়েও
মিছে করবো না যা তা।
আমি হবো ভীষণ হিসেবী,
করবো কারবারি- মোসেহেবী-
আনা-পাইয়ের হিসবা কসে
হবো দূরবাসী।
চাইলেও আর পাবে না সময়
হবে তুমি আমার স্মৃতিময়;
বুঝবে সেদিন- ইচ্ছে হলে
সব কিছু কি আর মেলে?
খুনসুটি গুলো বিঁধবে তোমায়
পাগলামি গুলো বাঁধবে তোমায়
আমার তখন ব্যস্ত সময়
অর্থের আল্পনায়।

 ঝড়ের পাখি
২৯-১১-১৪
অক্ট্রয় মোড়, রাজশাহী।

No comments:

Post a Comment