Search This Blog

দুষ্টমি

গোলাপের লালচে রঙে জাগে লালসা
বন্ধু তুমিই ভরসা;
চোখটা আমার খচখচিয়ে যাচ্ছে অনুক্ষণ
কেন করছো জ্বালাতন?
অজুহাতের মিথ্যে মায়ায় রেখেছো দূরে-
অনুনয়ের সুরে।
শাসন করো, মার-ধরো- মানছি না বারণ-
করবো নিরাভরণ।
মিষ্টি তুমি, দুষ্ট তুমি বলবে তুমি শেষে-
আমায় ভালবেসে।


ঝড়ের পাখি
২১-১১-১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

No comments:

Post a Comment