Search This Blog

বিমূর্ত ভালবাসা

তুমি তেমনই আছো-
যেমনটি দেখেছিলাম কোন এক মেঠো পথে।
তেমনই আছো; একরাশ মুগ্ধতা আমার চোখে।
নাকি আমিই বদলায় নি?
আছি সেই চোদ্দ বছরের প্রেমিক-কিশোর।
তাইতো আজো প্রেমে পড়ি-
পড়ে হৃদয়টা আবারো গেছে ছিরে-ছুলে।
অয়েন্টমেন্ট হবে না জানি সে ক্ষতের!
সময় কোথায়? কিংবা হারিয়েই গেছো ......
ভাত-রুটি আর সংসারী অভিনয়ের ব্যস্ততায়।
আমিও সবকিছুর সাথেও নস্টালজিক
তোমার প্রেমে...
আমি এক আপেক্ষিক, বিমূর্ত, অস্তিত্বহীন প্রেমিক।


ঝড়ের পাখি
২৮-১১-১৪
ক্যাম্পাস, রাবি।

No comments:

Post a Comment