Search This Blog

পুনর্জন্ম

প্রেমানলে পুড়ছি আমি
পুড়বো কত কাল না জানি?
হচ্ছে দেখো কানাকানি,
মনের ভেতর টানাটানি।
আমার চোখে তোমার স্মৃতি,
জ্বলছে দেখো ধিকি ধিকি-
কাল না ভেবেই আজকে আমি
ভাবছি রাজা! তুমিই রানী!
ক্যমনে কবো মনের কথা?
পাই না খুঁজে পথ-দিশা।
ভয় করি না- না পাই পাবো
প্রেম বিরহে মজনু হবো।
তবু আমি হবোই হবো-
প্রেমানলে অঙ্গার হবো,
পুড়বো তবু হবো না ছাই
লক্ষ্য আগুন জ্বালাতে চাই।
তোমার প্রেমে মরণ হবে
লাখো প্রেমিক জন্ম নেবে।
পুড়বে আবার প্রেমানলে-
তাদের প্রেমেও উঠবো জ্বলে।

ঝড়ের পাখি
২৪/১১/২০১৪
নৃবিজ্ঞান বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

No comments:

Post a Comment