Search This Blog

বিক্ষিপ্ত মন

মাথাটা ভোঁ ভোঁ করছে। তারচেয়ে বেশি বিক্ষিপ্ত মনটা- অস্থিরও বলা যায়। কোন কিছুতে মন বসছে না। কোন কিছুতেই না। হারিয়ে যাচ্ছি, কিংবা তলিয়ে যাচ্ছি। সবকিছুর চাপে। হাঁসফাঁস করছে-

আমি আমাকেই চিনতে পারছি না।
খুঁজে ফিরি নিজেকে এক নিজের সাজানো জনারণ্যে।
পাশে সবাই আছে, কিন্তু মনে হচ্ছে আমি একা-  একলা বনবাসে।
সীতাও নেই, নেই লক্ষ্মণ কিংবা গরুড় পাখি-
হনুমান তো কবেই নিজেই রাম বনে গেছে ভক্তির আদিখ্যেতায়।
চারপাশে সবাইকে রাম মনে হয়- আর আমি রাবণ।



No comments:

Post a Comment