Search This Blog

বিলুপ্তি

মাঝে মাঝে হঠাৎ করে মন খারাপ হয় ভারি-
ইস! যদি পারতাম দিতে সব কিছুর সাথে আড়ি।
ভাল হতে চায় না রে মন; খারাপ হবো খালি-
ইছে মতোন আচ্ছা করে দিতে পারতাম গালি।
আমি নাকি রাগী ভীষণ! সবাই করে অভিযোগ-
ভেবে ভেবে পাই না- ক্যামনে সারবে এ রোগ?
পাই না কিছুই মনের মতোন- নিত্য মানিয়ে নেয়া-
কম্প্রোমাইজ, টিকে থাকা আর তো না যায় সহা-
অতিকায় হস্তী লোপ পাইয়াছে, কিন্তু আরশোলা সহস্র বছর ব্যাপী টিকিয়া রহিয়াছে। 
তেলাপোকা হয়ে টিকে থাকবো নাকি স্ব-গৌরবে বিলুপ্ত হবো।?

No comments:

Post a Comment