Search This Blog

একুশ মানে

একুশ মানে রক্ত রাঙা
গোলাপ ফুলের হাসি,
একুশ মানে সোনার স্বদেশ
হৃদয় দিয়ে ভালবাসি।।
একুশ মানে বায়ান্নতে
বীর শহীদের রক্ত।
একুশ মানে চৌদ্দ কোটি
বাংলা ভাষার ভক্ত ।।
একুশ মানে শহীদ মিনার
বরকতেরই হাসি।
একুশ মানে লক্ষ মায়ের
অশ্রু রাশি-রাশি;
একুশ মানে গাঁয়ের চাষি-
হাসি ভরা মুখ,
একুশ মানে সোনালী ধান,
ভালবাসায় বুক।
একুশ মানে ছালাম ভায়ের
লাল টকটকে খুন,
একুশ মানে পাগলীনি-
ভাইহারা এক বোন।।
একুশ মানে রক্তজবা,
হাস্নাহেনা ফুল,
একুশ মানে বাংলা ভাষা,
ভাঙল শত ভুল।।
একুশ মানে শফিউর জনক
গর্বে ভরা বুক।
একুশ মানে বিশ্ব ব্যাপী
উজ্জ্বল বাংলা মায়ের মুখ।
ঝড়ের পাখি
২০-০২-২০০১

No comments:

Post a Comment