Search This Blog

ছোট বেলায় যা শিখেছি জীবন থেকে যা শিখছি

জীবনে বড় হওয়ার সময় কিছু বিষয়ে মগজ ধোলাই হয়েছিল- যেগুলো জীবনের সাথে ওতপ্রোত ভাবে মিশে আছে। কিন্তু বড় হতে হতে জীবন দিয়ে বুঝতে শিখেছি সেই ধোলাই কৃত জিনিস এই জীবনে বেশ অচল। তার বিপরীতে নতুন করে শিখছি--
ছোট বেলায় যা শিখেছি জীবন থেকে যা শিখছি
................................. ....................................
সদা সত্য কথা বলিয়ো ঃ সবখানে সত্য কথা বলতে নেই
অন্যায়ের কাছে মাথা নত করো না ঃ সবখানে মাথা তুলতে নেই
মানুষ মাত্রই ভুল করে ঃ কর্তা দের কোন ভুল হয় না
বক্স এর বাইরে ভাবতে শেখো ঃ বক্স এর ভিতরেই থাকো
ভুল প্রশ্ন হলেও প্রশ্ন করো ঃ সবার কাছে প্রশ্ন করতে নেই
যুক্তি দিয়ে ভাবতে শেখো ঃ ভেবো না- করে যাও
জ্ঞান অন্বেষণ করো ঃ সব কিছু জানতে চেয়ো না

No comments:

Post a Comment