Search This Blog

মন আর মস্তিষ্ক

মন আর মস্তিষ্ক ২ শব্দের অদ্যাক্ষর 'ম' দিয়ে। অনেকেই বলে থাকেন এ দুটি নাকি এক এবং অভিন্ন। তবু প্রায় সবাই ২টির অবস্থান ভিন্ন ভিন্ন জায়গায় নির্দেশ করে। একটি মাথায় আরেকটি বুকে।মস্তিস্কের অবস্থান হিসেবে মগজকে চিহ্নিত করা সম্ভব হলে, আজও পর্যন্ত মনের অবস্থানকে নির্দিষ্ট করা সম্ভব হয়নি বলে জানি।
অনেক অনেক আগে মানুষ নামক প্রানিটির মনের আয়তন মস্তিকের আয়তন চেয়ে বিশাল ছিল বলে ধারণা করা হয়। মানুষ যত বেশি যৌক্তিক হয়েছে তার মস্তিকের আয়তনও বড় হয়েছে। সমান্তরাল ভাবে ছোট হয়েছে তার মন।মস্তিষ্ক কর্তৃত্ব করতে শুরু করেছে মনের উপর।
মানুষ শব্দটিকে অনেকেই ভাঙেন মন (আবেগ) +হুশ(মস্তিষ্ক)=মানুষ।
এখন প্রশ্ন হচ্ছে মানুষ যৌক্তিক হতে হতে যদি আবেগ (মন) শুন্য হয়ে পড়ে তবুও কি তাকে মানুষ বলবো?
নাকি বিরাট মস্তিষ্ক এর নতুন কোন প্রানি হিসেবে চিহ্নিত করতে হবে।

No comments:

Post a Comment