Search This Blog

দেখে যেও আমাকে

দেখতে যদি ইচ্ছে হয়-
দেখে যেও আমাকে।
সুখে আছি না আছি দুখে;
দেখে যেও আমাকে।
এখনও কি তোমাকে নিয়ে
ঝড় ওঠে এই বুকে?
এই মেয়ে, এই মেয়ে...
দেখে যেও আমাকে।
সূর্যটা ওঠে আজ আকাশে,
ফুলের সুবাস পাই বাতাসে,
রাত্রি আসে আজও আসে দিন,
বুকের এখানে করে চিন চিন।
চোখের জলে আমি
যাই নেয়ে...
এই মেয়ে, এই মেয়ে......
দেখে যেও আমাকে।
এখনও তো হাসে ঐ পরীরা,
আঁচল ওড়ায় ঐ নারীরা,
বাঁকা চোখের ঐ ইশারায়-
ডাকে তারা ডাকে আমায়।
তাহলে কেমনে বল ভুলি তোমাকে?
তাইতো এই গান যাই গেয়ে-
এই মেয়ে, এই মেয়ে......
দেখে যেও আমাকে।
ঝড়ের পাখি
১০-১২-০৩

No comments:

Post a Comment