Search This Blog

বৃথা আস্ফালন

আমার দ্বারা কিচ্ছু হবে না
গিজ গিজ করে মাথায় পোকা-
কুরে কুরে খায়-
আমি ভীষণ অসহায়।
আমি ভীষণ অস্থির
দানা বাঁধে অনিশ্চয়তার তীর।
হুট হাট - ঘুট ঘাট
করে ফেলি লুটপাট।
ছন্নছাড়া, হতচ্ছাড়া
পাগলাটে এক রগচটা-
ইচ্ছে করে দেই হাটা
অজানাতে বাড়িয়ে পা' টা-
আমাকেই চিনছি নিত্য নতুন
তোমায় চেনা বৃথা আস্ফালন।
ঝড়ের পাখি
১৫-০৪-১৫

No comments:

Post a Comment