Search This Blog

কবিতা মানে

কবিতা মানে প্রেম; কক্ষনো বা দ্রোহ;
তোমার প্রতি আমার জমানো হাজারো বিদ্রোহ।
কবিতা মানে মিথ্যে যে সব- যত সব বায়বীয়;
তোমার প্রতি বাউন্ডেলে আমি হয়ে যাই নমনীয়।
আকাশ রাঙা, বাতাসী ঘ্রাণ- মিলবে না কভু পরিত্রাণ-
সহসা জেগে ওঠা ক্ষোভ - নিমিষেই হয়ে যায় ম্লান।
কবিতা মানে বাজারের লিস্টি ভুলে শাব্দিক মিষ্টি।
কক্ষনো বা স্বাভাবিক উচ্চারিত হাজারো খিস্তি।
কবিতা মানে শরীর-মন; সম্মতি বা ধোঁকা,
বিরহ-যাতনা, মাথার ভিতর শত শত শব্দ পোকা।

No comments:

Post a Comment