Search This Blog

মাথার মরণ

বন্ধু তোমায় কথা দিলাম রাগবো না আর কভু;
চারিপাশে হাজার হাজার অসংগতি তবু।
প্রশ্ন করে বৃথা তোমার নাড়াবো গদি
মাথার ভিতর, মনের ভিতর প্রশ্ন থাকেও যদি।
আজ থেকে আর দশ জন হবো- দশের এক নয়;
আমায় নিয়ে মিছে চিন্তা; আর পেয়ো না ভয়।
মরবো ধীরে ধীরে- স্বেচ্ছা মরণ জানবে না কেহ,
ধরণী পরে চলবে ফিরবে আত্মা বিহীন দেহ।
ঝড়ের পাখি
২৮-০১-১৫

No comments:

Post a Comment